প্রাইভেট কার-মাইক্রোবাস-মোটরসাইকেল এখন দূরপাল্লার পরিবহন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১৪:০৫

করোনা সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মধ্যে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় উবার-পাঠাও চালিত প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে বাড়ি ফেরার চেষ্টা করছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অভিযোগ রয়েছে, গাবতলী বাসস্ট্যান্ড থেকে দালালদের সহযোগিতায় যাত্রী তুলে গাড়ি চালকরা পাটুরিয়া ঘাটে নিয়ে নামিয়ে দিচ্ছেন।


রোববার (১১ এপ্রিল) গাবতলী বাসস্ট্যান্ডে সরেজমিনে দেখা গেছে, আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা আশায় ঢাকায় অবস্থানরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গ্রামের বাড়ি যেতে সকাল-সকাল গাবতলি বাসস্ট্যান্ডে এসে অপেক্ষা করছেন। দূরপাল্লার বাস বন্ধ থাকায় উবার-পাঠাও চালিত মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলে চড়ে তারা পাটুরিয়া ঘাটে যাচ্ছেন। সেখান থেকে লোকাল বাসে চড়ে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাচ্ছেন। মাইক্রো ও প্রাইভেট কারে যাত্রী তোলার সময় মাঝে মাঝে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যদের বাধা দিতে দেখা গেছে। পুলিশ সরে গেলে গাবতলী বাসস্ট্যান্ডে জটলা করে দালালদের মাধ্যমে যাত্রী তুলতে দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us