রিডার্স ব্লক সব বয়সী পাঠকদের কাছে পরিচিত একটি শব্দ। রিডার্স ব্লকের অর্থ হচ্ছে, পড়ার অভ্যাস থাকলেও আপাতত তাতে সংগতি খুঁজে না পাওয়া। এই সমস্যায় পড়লে আপনার এও মনে হতে পারে, আপনার কাছে মজাদার কিছু পড়ার জন্য নেই।
বিষয়গতভাবে, রিডার্স ব্লকে ভুগতেই পারে যে কেউ। খুব মজার কোনো বই পড়ার পর সেই সমান আগ্রহ নিয়ে অন্য কোনো বই হয়তো খোঁজেন, কিন্তু অবিকল সেই স্বাদ পাওয়া হয় না। প্রতিটি বইয়ের নিজস্বতা থাকার কারণে হয় এমনটা। তবে এটাও একজন পাঠক হিসেবে আপনার জন্য ফলদায়ক হতে পারে, যদি আপনি জানেন, আপনি কী করবেন।
কিছু নির্দিষ্ট কৌশল অবলম্বন করার মাধ্যমে রিডার্স ব্লকের সময়টা কাটিয়ে পাঠাভ্যাস পুনরায় উজ্জীবিত করতে পারা যায়।
বদলে ফেলুন একই ধাঁচের বই পড়ার অভ্যাস
আপনার পাঠাভ্যাস পাল্টানোর মোক্ষম সময় হচ্ছে রিডার্স ব্লক। একাধারে উপন্যাস পড়লে একঘেয়েমি আসবে। অনুরূপভাবে, একই লেখক বা একই ঘরানার লেখকের বই পড়তে থাকলে নীরস লাগতে পারে। সে কারণে পাঠক ভিন্ন ধরনের বই পড়তে পারেন। তবে এমনও হতে পারে যে, এরপরও কিছুই মনে লাগছে না। সে ক্ষেত্রে সময় নিন, মন সতেজ রাখুন এবং অন্যান্য কাজ করার চেষ্টা করুন, যেগুলো আপনার ভেতরকার পাঠককে আরও স্বচ্ছ করে তুলবে।