পাকুন্দিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, আটক ২

মানবজমিন প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ০০:০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেলা দেখতে এসে রবিউল আউয়াল লিমন নামের এক কিশোর নিহত হয়েছে। অজ্ঞাত ঘাতকদের উপর্যুপরি ছুরিকাঘাতে সে মারা যায়। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোদালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। আটকরা হলো- উপজেলার কোদালিয়া মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে ইয়াছিন (১৭) ও মুরছালিন (১৫)। নিহত রবিউল আউয়াল লিমন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বগাডুবি এলাকার শহীদ মিয়ার ছেলে। সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ সদর ও পাকুন্দিয়া উপজেলার শেষ সীমানার একটি মাঠে গ্রামীণ গোল্লাছুট খেলা চলছিল। সেখানে খেলা দেখতে গেলে ওই কিশোরের সাথে সমবয়সী ছেলেদের সঙ্গে ঝগড়া হয়। পরে খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কোদালিয়া পূর্ব এলাকায় পৌঁছালে তাকে পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তার পাশের একটি ধানক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us