সিলেটে ব্যবসায়ীদের বিক্ষোভ

মানবজমিন প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ০০:০০

সিলেট নগরীর বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। গতকাল সকাল ১১টায় মিছিলটি মদিনা মার্কেটের বিভিন্ন পয়েন্টে ঘুরে খানবাজারের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আমির হোসেন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি সাইদুল ইসলাম এবং ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজ হুমাইন আহমদ মাসুমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি আলী আহমদ, সহ-সাধারণ সম্পাদক বিন আমিন, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আহমদ, কার্যকারী পরিষদের সদস্য বশির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সেলিম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শিবলী আহমদ, উপদেষ্টা আশিক মিয়া মাসুক, মোমিন আহমদ, নবানী মসজিদ ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়মুর রাজা, সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোওয়ার হোসেন জয়, পূর্বশাহ সমাজকল্যাণ সংস্থার সভাপতি অহি আহমদ, খুলিয়াপাড়া যুব সংঘের সভাপতি লাল মিয়া। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, ময়নুল হক চৌধুরী, মো. আশিক, শিপন আহমদ, আনোয়ার হোসেন, উজ্জ্বল আহমদ প্রমুখ। প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে আমির হোসেন উল্লেখ করেন- গত ৮ই এপ্রিল সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় অবৈধভাবে রাস্তার পাশে ব্যবসা পরিচালনা করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে মালামাল রাখায় ব্যসায়ীদের বিরুদ্ধে জরিমানা করে সিটি করপোরেশন। ওই অভিযান পরিচালনা করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। অভিযান শেষে মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে অসাধু ব্যক্তিরা তাদের চাঁদা বন্ধ হয়ে যাচ্ছে, তাই অভিযানের বিরুদ্ধে মিছিল করেছে। এই মিছিলে বৃহত্তর মদিনা মার্কেটের কোনো ব্যবসায়ী ছিলনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us