সৌদি আরবে শনিবার তিনজন সেনাসদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে ‘রাজতন্ত্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা’ ও ‘শত্রুদের সহযোগিতা’ করার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের। এতে বলা হয়, বিশেষ আদালতে ন্যায়বিচারের মাধ্যমে এই তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। বিবৃতিতে উল্লিখিত ‘শত্রুদের’ নাম প্রকাশ করেনি মন্ত্রণালয়।
তবে মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলীয় প্রদেশে যেখানে ছয় বছরের বেশি সময় ধরে ইরানের সহায়তাপ্রাপ্ত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে সৌদি আরবের।