আইপিএলের মতো স্নায়ুচাপের টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচ, করতে হবে আবার শেষ ওভার। হার্শাল প্যাটেল সেই চাপটাকে এভাবে জয় করলেন! শেষ ওভারে মাত্র এক রান দিয়ে নিলেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, সবমিলিয়ে শিকার ৫টি।
ডানহাতি এই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দারুণ সঙ্গ দিয়েছেন কাইল জেমিসন, মোহাম্মদ সিরাজরা। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলাররা শেষ ৫ ওভারে মাত্র ৩১ রান খরচ করে তুলে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ৫ উইকেট।