টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। দেশের সাবেক এই ফুটবল সুপারস্টার কিন্তু বাফুফে প্রেসিডেন্ট হিসেবে ব্যাপকভাবে সমালোচিত। তারপরেও তিনিই বারবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন। এবার খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র'র পোর্টাল 'উৎপলশুভ্র ডট.কম' কে দেওয়া এক সাক্ষাতকারে কাজী সালাউদ্দিন বলেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলে বাংলাদেশকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করতেন।