লকডাউনের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ। তবে ফেরিতে করে লোকজন পারাপার হচ্ছেন। এতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হচ্ছে। লোকজন গা–ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় থাকছে না।
গত সোমবার লকডাউনের শুরুতে সীমিতভাবে ফেরি চলাচলের নির্দেশনা দেওয়া হয়। তখন বলা হয়েছিল, শুধু জরুরি কাজ, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও রাষ্ট্রীয় কাজে ছোট ফেরি চলাচল করবে। এ ছাড়া রাতে পণ্যবাহী যানবাহন ফেরিতে পারাপার হবে। তবে গত দুদিন ধরে আগের মতো পুরোদমে ফেরি চলাচল করছে। আজ শুক্রবার এই নৌপথে ১৬টি ছোট-বড় ফেরি চলাচল করছে।