ফরিদপুরের সালথায় সহিংসতার পর জোরদার পুলিশি অভিযানে উপজেলাসহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের গ্রামগুলো পুরুষশূন্য হয়ে পড়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে এসব এলাকার বাড়িঘরগুলোতে নারী আর শিশু ছাড়া কোনো সদস্যদের দেখা মেলেনি। সরেজমিনে দেখা যায়, এলাকায় অবস্থিত বাড়ির নারী ও শিশুদের চোখে-মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। বাইরের মানুষ দেখলেই তারা ভয়ে পালিয়ে যাচ্ছেন।
ফুকরা বাজার এলাকার করিমন বেগম বলেন, সবসময় ভয়ে রয়েছি। পুলিশ দেখতে দেখতে সারাদিন কেটে যাচ্ছে। সবাই পালিয়ে গেছে। নূরজাহান নামের এক নারী বলেন, ওইদিন অন্য এলাকা থেকে লোকজন এসে হামলা করছে। আমাদের গ্রামের কোনো লোক সেখানে ছিল না।