করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে চলমান ‘লকডাউনের’ মধ্যেও স্বাস্থ্যবিধি মানার শর্তে পঞ্চম দিন শুক্রবার রাজধানীর শপিংমল-দোকানপাট খুলেছে।
পহেলা বৈশাখ ও রমজান-ঈদকে ঘিরে বাজারে আবার প্রাণ ফিরে আসবে বলে সংক্রমণের মধ্যেও প্রত্যাশা করছেন দোকান মালিকরা। তবে শপিংমল-দোকানপাটে তেমন ক্রেতা সমাগম নেই, দোকানদাররা বসে আছেন।
সকালে সরেজমিনে দেখা যায়, মালিবাগের মৌচাক মার্কেট, ফরচুন শপিংমল, শান্তিনগরের টুইন টাওয়ার্স কনকর্ড শপিং, কর্ণফুলি গার্ডেন সিটি, পল্টনের চায়না টাউন, পলওয়েল সুপার মার্কেটসহ গুলিস্তানের মার্কেট ৯টা দিকে খু্লেছে।
শপিংমলগুলোর প্রধান ফটকে কর্মীরা হ্যান্ড স্যানিটাইজার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে; মাস্ক ছাড়া প্রবেশাধিকার নেই বলে মাইকে জানানো হচ্ছে।