নোয়াখালীতে অপহৃত ব্যবসায়ী চাঁদপুর থেকে উদ্ধার

মানবজমিন প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০০:০০

নোয়াখালীর সেনবাগের বক্সিরহাট বাজারের ব্যবসায়ী  মো. আবদুল্লাহ (৪২)কে অপহরণের ৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনী। গতকাল দুপুর পৌনে ২টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় থেকে আবদুল্লাহ্‌কে উদ্ধার করা হয়। গতকাল বিকালে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয় পিবিআই। তিনি উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের করুণা চৌধুরীবাড়ী প্রকাশ মান্দারবাড়ীর মৃত ফয়েজ আহমদের ছেলে। আবদুল্লাহ্‌ একই উপজেলার বীজবাগ ইউনিয়নের বক্সিরহাট বাজারে ওয়ালটন ডিলারশিপ নিয়ে ইলেক্ট্রনিক্স ব্যবসা করতেন। তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনীর উপ-পরিদর্শক (এসআই) মো. হায়দার আলী আকন্দ। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার টায় অজ্ঞান অবস্থায় ব্যবসায়ী আবদুল্লাহকে রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় থেকে উদ্ধার করা হয়েছে। তিনি এখনো কথা বলতে পারছেন না। বিকালে তার পরিবারের কাছে তাকে বুঝিয়ে দেয়া হবে। উপ-পরিদর্শক আলী আকন্দ বলেন, অপহরণকারীরা তাকে অপহরণ করে ১৫ লাখ টাকা দাবি করে। পরে দশ লাখ টাকা দিতে বলে। অপহরণকারীরা তাকে জানিয়ে ছিল তারা তাকে ১০ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে। উল্লেখ্য, বাহার সেনবাগ থেকে ফেনী যাওয়ার পথে আবদুল্লাহ অপহৃত হয়েছে মর্মে গত ২রা এপ্রিল সন্ধ্যায় সেনবাগ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন তার পরিবার। এর ৮ দিনের মাথায় পিবিআই ফেনী তাকে উদ্ধার করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us