প্রতারণা মামলায় সিরাজগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০০:০০

শিক্ষক পদে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার সভাপতি মুফতি মহিবুল্লাহ মহিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহিবুল্লাহ মহিব (৫০) ওই গ্রামের মো. রহমতুল্লাহর ছেলে।সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম জানান, ২০১৫ সালের ১০ই অক্টোবর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরির প্রলোভন দেখিয়ে কামারখন্দ উপজেলার নয়াচালা গ্রামের ভাজন আলী শেখের ছেলে মো. আলমগীর হোসেন (৩০) এর কাছ থেকে ৬ লাখ ৭৩ হাজার টাকা নেন মহিবুল্লাহ। পরবর্তীতে সে চাকরি দিতে ব্যর্থ হলে মহিবুল্লাহর নিকট থেকে টাকা ফেরত চায় আলমগীর হোসেন। তিনি টাকা ফেরতের নিমিত্তে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখার একটি চেক প্রদান করেন। একই বছরের ২৪শে ডিসেম্বর ৩ লাখ ৪০ হাজার টাকা সে আলমগীরকে ফেরত দেন এবং চেকের পেছনে অবশিষ্ট টাকার কথা লিখে দেন। এরপর থেকে তার কাছে টাকা চাইতে গেলে নানা টালবাহানা, সময়ক্ষেপণ ও প্রাণনাশের হুমকি-ধমকি দেন মহিবল্লাহ। এ ঘটনায় মঙ্গলবার রাতে আলমগীর হোসেন বাদী হয়ে প্রতারণার অভিযোগে এনে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় বুধবার ভোরে সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us