নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অদূরে ঝড়ের কবলে পড়ে একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। চট্টগ্রামের ফিশারিঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে আল্লাহর দান-১ নামে পণ্যবোঝাই ট্রলারটি ডুবে যায়।
তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে হাতিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের হাতিয়া সীমানায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনে ক্রটি দেখা দিলে এ দুর্ঘটনা ঘটে।