মিশরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাহমুদ ইজাতকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে।
কয়েক মাস আগে কায়রোর একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তার এ সাজা মিলল।
২০১৩ সালে মিশরের ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর থেকে দেশটিতে ব্রাদারহুডের বিরুদ্ধে যে সাঁড়াশি অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় গত বছরের অগাস্টে নিরাপত্তা বাহিনী কায়রোর ‘ফিফথ সেটেলমেন্ট’ জেলা থেকে ইজাতকে গ্রেপ্তার করেছিল।
ব্রাদারহুড সদরদপ্তরের বাইরে ২০১৩ সালে সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে অস্ত্র সরবরাহ ও সহিংসতায় প্ররোচনা দেওয়ার দায়ে তার আমৃত্যু কারাবাসের সাজা মিলেছে বলে আদালতের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।