দেশে এবার 'করোনা কার্ফু', টিকা উৎসবের ঘোষণা মোদীর

এইসময় (ভারত) প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ২১:৩২

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউকে রুখতে টিকাকরণে জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মোদী বললেন, 'করোনা (Covid 19) টিকাকরণের লক্ষ্যে আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করা হবে।' মোদী জানিয়ে দেন, 'আমাদের আর লকডাউনের প্রয়োজন নেই।'


প্রধানমন্ত্রী এদিন বলেন, 'ফের কঠিন সময় আসছে। টিকা নেওয়ার পরও সতর্ক থাকতে হবে। উপসর্গহীন আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবিলায় সকলকে একযোগে কাজ করতে হবে। করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। মাইক্রো কনটেনমেন্ট জোনে নজর দিতে হবে। করোনা কার্ফু বজায় রাখা হোক। রাত ৯টা বা ১০টা থেকে ভোর ৫টা বা ৬টা পর্যন্ত করোনা কার্ফু করা হোক।' উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে নাইট কার্ফু চলছে। নাইট কার্ফুর বদলে করোনা কার্ফু শব্দ ব্যবহার করার কথা বলেন মোদী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us