আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)’র গবেষণা বলছে, ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপদজনক ভ্যারিয়েন্ট দ্বারা অনেক সংক্রমণ হচ্ছে। মার্চের চতুর্থ সপ্তাহে প্রায় ৮১ শতাংশ ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ার খবরটি খুবই উদ্বেগজনক। কারণ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এই ভ্যারিয়েন্টের বিপক্ষে তেমন কার্যকর নয়। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি-অর্থাৎ, এটি দ্রুত ছড়িয়ে পড়ে।