করোনা মহামারীর কারণে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতোই বন্ধ রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় জঙ্গল ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার না করার কারণে বেড়েছে সাপের উপদ্রব। এ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা।
জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাসহ রাস্তাঘাট ও বিভিন্ন ভবনের আশেপাশে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টির বেশি সাপ দেখা গেছে। এর মধ্যে কয়েকটি বিষধর সাপ মারাও পড়েছে। প্রায়দিনই ক্যাম্পাসজুড়ে দেখা মিলছে বিষধর সাপের আনাগোনা।