বর্তমান পৃথিবীর দীর্ঘতম নখের অধিকারী নারী আয়ানা উইলিয়ামস অবশেষে নিজের নখ কেটেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের এই নারী গত ৩০ বছরে নখ কাটেননি। তিনি সর্বশেষ নখ কেটেছিলেন ১৯৯০ সালে। বৃহস্পতিবার এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
টেক্সাসের হিউসটনের বাসিন্দা আয়ান্নার নখ যখন ২০১৭ সালে মাপা হয় তখন সেটা প্রায় ১৯ ফুট লম্বা ছিল। যা গিনেজ বুকে বিশ্বের সবচেয়ে বড় নখ হিসেবে রেকর্ড হয়। তবে সম্প্রতি যখন নখ কাটলেন আয়ান্না সেটা তার আগের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। এত দীর্ঘ নখের যত্নে খরচও হতো অনেক টাকা। নখ পালিশ করতে দুই বোতলের বেশি নেইল পলিশ লাগতো আয়ান্নার। আর ম্যানিকিউর করতে লাগতো ২০ ঘণ্টা।