প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে আছে চিন এবং তারা ভারতে সাইবার আক্রমণ চালাতে সক্ষম বলে সতর্ক করলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত। তাঁর পরামর্শ, তিন বাহিনীর মধ্যে আরও বেশি সমন্বয় প্রয়োজন এবং প্রয়োজন পশ্চিমি দেশগুলির সাহায্য।
বদলে যাওয়া রণকৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে আজ বিপিন সাইবার হানার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ভারত হয়তো ফায়ারওয়াল গড়ে তুলতে পারে। কিন্তু আক্রমণ হলে কত দ্রুততার সঙ্গে তার মোকাবিলা করা যাবে, সেটাই ভাবার। সেই সঙ্গে বিপিন মনে করিয়ে দেন, সাইবার হানায় অনেক সময়েই বোঝা যায় না আক্রমণকারী কে, কোথা থেকে হামলা হল।