গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন কেনার সুবিধার্থে স্যামসাং বাংলাদেশ চালু করল (www.galaxyshopbd.com) সাইটের সেবা। গত বছর লকডাউনে অনলাইন পোর্টালটি প্রথম চালু করা হয়। চলতি লকডাউনে স্মার্টফোন কেনার সুবিধার্থে ৭ এপ্রিল আবারও সাইটটি সচল হয়।
দেশে যেসব গ্যালাক্সি ডিভাইস পাওয়া যায় তার সবই থাকছে এ সাইটে। ডিভাইসের ওপর অফার (যদি থাকে) গ্রাহকেরা সাইটে তা দেখতে পারবেন। তা ছাড়া পোর্টালে গুরুত্বপূর্ণ সব তথ্য থাকায় তা গ্রাহকদের পছন্দের ডিভাইস কিনতে সহায়ক হবে।