ডিজিটাল মুদ্রার অভীষ্ট লক্ষ্য ও বাস্তবতা

বণিক বার্তা ড. মোহাম্মদ দুলাল মিয়া প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ০২:৩০

মনে করেন আপনি দুটো পিত্জার ফরমায়েশ দিলেন, কিন্তু প্রচলিত মুদ্রা (যেমন টাকা) ছাড়া অন্য কোনো কিছুর বিনিময়ে তার মূল্য পরিশোধ করবেন। আপনি কত টাকা মূল্যের অন্য কোনো বস্তু পরিশোধ করবেন? উত্তর খুব সোজা, দুটো পিত্জার যা দাম হয়, যেমন ২ হাজার বা ৩ হাজার টাকা বা সমপরিমাণ মূল্যের বস্তু। এমনকি হতে পারে যে পরিশোধিত বস্তুর মূল্য কয়েকশ বা কয়েক হাজার কোটি টাকা? 


হতেই পারে না, অসম্ভব। আসলে এমনটাই হয়েছিল বাস্তবে। ২০১০ সালের ২২ মে ‘লাসলো হ্যানিয়েজ’ নামের জনৈক ব্যক্তি ১০ হাজার ‘বিটকয়েন’-এর বিনিময়ে দুটো পিত্জা কিনতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কোনো এক সরবরাহকারী তাকে পিত্জা দুটো সরবরাহ করেছিল প্রতিশ্রুত ‘বিটকয়েন’-এর বিনিময়ে। এটাই ছিল ‘বিটকয়েন’-এর মাধ্যমে সর্বপ্রথম কোনো বাণিজ্যিক লেনদেন। ২০১০ সালে একটি ‘বিটকয়েন’-এর মুদ্রামান ছিল মাত্র কয়েক টাকা। ২০২১ সালের মার্চে প্রতিটি বিটকয়েনের মুদ্রামান ৬০ হাজার ৮০০ মার্কিন ডলারে উন্নীত হয়। সেই হিসেবে, ১০ হাজার বিটকয়েনের বর্তমান মূল্য ৬০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা টাকায় রূপান্তর করলে দাঁড়ায় ৫ হাজার কোটি টাকারও বেশি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us