ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে ফুসফুসের রোগের বিশেষজ্ঞ ডা. লান্সলট পিন্ট আশায় ছিলেন দীর্ঘ এক বছর পর এবার তিনি পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে পারবেন।
২০২০ সালের পুরোটা সময় তিনি হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের বাঁচিয়ে রাখারই লড়াই করেছেন। যে লড়াইয়ে নিজেদের সফলতাও তিনি দেখতে পাচ্ছিলেন। অন্ধকার টানেলের শেষ মাথায় যেন একটু আলোর রেখাও দেখা যাচ্ছিল।
এ বছর জানুয়ারিতে ভারতে করোনাভাইরাস সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমেও যায়। দৈনিক শনাক্ত ২০ হাজারের নিচে নেমে আসে। ১৬ জানুয়ারিতে থেকে দেশটিতে গণ টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর এ মহামারীর বিরুদ্ধে জয়ের আভাস পাচ্ছিল দেশটি। ফেব্রুয়ারিতেও এ ধারা অব্যাহত ছিল।
কিন্তু মার্চে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। দ্রুত বাড়তে থাকে সংক্রমণ। বিশেষ করে ধনী রাজ্য মহারাষ্ট্রে।
গত ৪ এপ্রিল ভারতে প্রথমবারের মত দৈনিক শনাক্ত এক লাখ ছাড়িয়ে যায়। বুধবার সেখানে এক লাখ ১৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।