শহরে হলেও টেলিফোন আসেনি তখনো আমাদের নিম্নমধ্যবিত্ত ঘরে। তারযোগে দূরালাপনের এই যন্ত্রটার সঙ্গে আমার সাক্ষাৎ আলাপ বেতারে। সেটা তখন রেডিও বাংলাদেশ। ১৯৭৫-এর ১৫ আগস্ট সকালে সামরিক মুখের কথায় ‘বাংলাদেশ বেতার’ হয়ে গিয়েছিল ‘রেডিও বাংলাদেশ’। ১৯৯৬-এর মাঝামাঝিতে বেসামরিক মুখের কথায় ঘুরে আসে ‘বাংলাদেশ বেতার’। ১৯৮২ থেকে কয়েক বছর রাজশাহী বেতারে নিউজ ট্রান্সলেটরের কাজ করি। মাসে জুটত তিন-চারটা প্রোগ্রাম। প্রোগ্রামপ্রতি সম্মানী ৫০ টাকা।