এক সময় আমাদের বৈদেশিক সাহায্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হতো। ছোটবেলায় দেখতাম পত্রিকার পাতায় ফলাও করে লেখা হতো অর্থমন্ত্রী পূর্ববর্তী বছরের তুলনায় কত টাকা বেশি এনেছেন। গবেষণার্থে ২০০০ সালে যখন প্রথম বাইরে গেলাম এক বিদেশি বন্ধু বলেছিল- তোমাদের সুবিধাজনক স্টোর যেমন 'সেভেন-ইলেভেন' আছে কি? বলেছিলাম- তোমাদের তুলনায় ঢের বেশি। আমাদের রাস্তার মোড়ে মোড়ে মুদি দোকানগুলো সুবিধাজনক স্টোরের চেয়েও সুবিধাদায়ক আর সেভেন-ইলেভেনগুলো নির্দিষ্ট স্থানে, তাও দু-একটা! আরেকজন বলেছিল- 'কোকা-কোলা পাওয়া যায়?'