দোকান খোলা রাখা, শ্রমিকদের বেতন-বোনাস ঠিকমতো পরিশোধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বস্ত্র ব্যবসায়ী-কর্মচারী ও শ্রমিকরা। মঙ্গলবার (৬মাার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে তারা এ কর্মসূচি পালন করেন।
দোকান খোলা রাখার দাবিতে সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী-কর্মচারী ও শ্রমিকরা শহরের বড়বাজার সংলগ্ন ফাল্গুনি বস্ত্রালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এসময় কর্মচারী ও শ্রমিকরা ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’, ‘দ্বিতীয় দফা লকডাউন মানি না, মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন।