১ ফেব্রুয়ারি ২০২১ ভোরবেলা মিয়ানমারে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান ঘটান সেনাপ্রধান মিন অং হ্লেইং। কিন্তু তারপর থেকে দেশটিতে সামরিক বাহিনীর নির্মম নির্যাতন ও রক্তপাত ঘটানোর ঘটনা দিন দিন বেড়েই চলেছে। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্যমতে, মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে মার্চ ২৭ সকালে দেশটির সশস্ত্র বাহিনী দিবস পালন করার সময় ৯৩ জনকে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪০৮ জন নিহত হয়েছেন।