গাইবান্ধায় রবিবার (৪ এপ্রিল) বিকালের বৃষ্টিহীন কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ ও ডালের নিচে চাপা পড়ে আহত আরও দুই নারী সোমবার (৫ এপ্রিল) ভোর রাতে মারা গেছেন। এ নিয়ে জেলায় ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৫ জন, পলাশবাড়ী উপজেলায় তিনজন, ফুলছড়ি উপজেলায় দুইজন, সুন্দরগঞ্জ উপজেলায় একজন ও গোবিন্দগঞ্জ উপজেলায় একজন।
এদিকে ঝড়ের কবলে পড়ে জেলার ৭ উপজেলার মধ্যে ৬ উপজেলার ৪৩টি ইউনিয়নের ১৫ হাজার ৮৬০ জন মানুষ ও ৪ হাজার ৩২৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৮৬৯ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।