একসময় বৈশ্বিক স্মার্টফোন বাজারের বড় একটা অংশ ছিল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি’র দখলে। অথচ ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে এসে স্মার্টফোন বাজার থেকে পুরোপুরি উঠে যাচ্ছে এলজি। সোমবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার এলজি ইলেক্ট্রনিকস জানায়, মোবাইল বিভাগে প্রতিনিয়ত লোকসানের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে এলজিই প্রথম কোনো বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে ‘মার্কেট আউট’ হচ্ছে।