চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার বকচর সীমান্তে তার মরদেহ পাওয়া যায়।
ফারুক হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ এলাকার সুরুজ আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বলেন, বকচর সীমান্তের শূন্যরেখা থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ফারুকের মরদেহ পড়েছিল।