বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঢাকা হাইকোর্টের বিচারপতি আবু সাঈদ চৌধুরী আমাদের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালন করেন। তার বিশেষ কৃতিত্ব হলো, তিনিই জাতীয় পর্যায়ের একজন ব্যক্তিত্ব, যিনি বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর পর লন্ডনের মাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম পাকিস্তানি গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা, পাকিস্তানের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন এবং পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো দাবি জানান।