সপ্তাহখানেক আগে ভারতীয় হাইকমিশনের ফোনটা পেয়ে একটু অবাকই হয়েছিলাম। অবাক হয়েছিলাম, কারণ হাইকমিশন থেকে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য। সংগত কারণেই সম্মতি জানাতে আমার সময় লেগেছিল কয়েক সেকেন্ড হলেও বেশি। তার মানে অবশ্য এই না যে এই আমন্ত্রণটি গ্রহণে আমার ন্যূনতম দ্বিধা ছিল। আমি বরং দারুণভাবে অবাক হয়েছিলাম যে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রটির নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য এবং সেই দেশটিও আবার ভারত—যে ভারতের শহীদদের রক্তের সঙ্গে বাঙালি শহীদদের রক্তের মিলিত স্রোতোধারায় আজ থেকে ঠিক ৫০টি বছর আগে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ।