গত একমাসে জাপানের টোকিওতে করোনা শনাক্ত হওয়া রোগীর ৭০ শতাংশই ভাইরাসটির নতুন এক মিউটেশনে আক্রান্ত হয়েছেন। এই মিউটেশনটি ভ্যাকসিনের সুরক্ষা কমিয়ে বলে উল্লেখ করা হয়েছে। জাপানের এনএইচকের বরাতে রবিবার (৪ এপ্রিল) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, এ নতুন মিউটেশনের নাম ই৪৮৪কে। সংক্ষেপে এটিকে 'ইক' বলে ডাকছেন বিজ্ঞানীরা। জানা গেছে, টোকিও মেডিকেল ও ডেন্টাল বিশ্ববিদ্যালয় মেডিকেল হাসপাতালে শনাক্ত হওয়া ১৪ করোনা রোগীর মধ্যে ১০ জনই এই নতুন ধরনে আক্রান্ত। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার টোকিওতে মোট নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৪৬ জন। তবে ব্রিটিশ ধরনের করোনা জাপানে পাওয়া যায়নি।