লকডাউনের খবরে রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই বড় ধস দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের প্রথম ১৯ মিনিটের তথ্য নেই হয়ে গেছে।
এদিন শেয়ারবাজার খুলতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৮৫ পয়েন্ট নেই হয়ে যায়। এ সময় সিএসইর ওয়েবসাইটে লেনদেন চলমান দেখালেও লেনদেন সংক্রান্ত কোনো তথ্য বিনিয়োগকারীরা দেখতে পারছিলেন না।