মুম্বইয়ে IPL-র আকাশে আচমকা মেঘ

এইসময় (ভারত) প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ১০:৫৮

করোনার গুগলিতে শুরুর চার দিন আগে হঠাৎ ব্যাকফুটে IPL। করোনায় আক্রান্ত দিল্লি ক্যাপিট্যালসের স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এই মুহূর্তে দিল্লি টিম রয়েছে মুম্বইয়ে। শুধু অক্ষরই নন, ওয়াংখেড়ের দশ জন মাঠকর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। জটিলতা আরও আছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের যে কর্মীরা IPL-এ দৈনন্দিন কাজ করেন, তাঁদের সাত জনের করোনা ধরা পড়েছে। মুম্বইয়ে থাকা চেন্নাই সুপার কিংসের এক কর্মীরও করোনা ধরা পড়েছে।

সব মিলিয়ে করোনার কোপে মুম্বইয়ে IPL আয়োজনের উপর প্রশ্ন উঠে গিয়েছে। ১৪ তম IPL-র উদ্বোধনী ম্যাচ আগামী শুক্রবার চেন্নাইয়ে। পরের দিনই মুম্বইয়ে প্রথম ম্যাচ। যেখানে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিট্যালস। মুম্বইয়ের সাম্প্রতিক পরিস্থিতিতে IPL সুষ্ঠু ভাবে হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই সম্পূর্ণ লকডাউনের ইঙ্গিত দিয়েছেন। এক বোর্ড কর্তা বলেছেন, 'এখন অনেক দেরি হয়ে গিয়েছে। মুম্বই থেকে ম্যাচ সরানোটা এখন বেশ সমস্যার। এমনিতে মুম্বইয়ে সব টিম আলাদা আলাদা কঠোর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us