অ্যামাজনে কর্মরত গাড়ির চালকরা কতটা তাড়াহুড়ো আর সীমাবদ্ধতার মধ্য কাজ করেন, সেটা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন এর একজন রাজনীতিবিদ মার্ক পোকান এর এক টুইটের পর। তিনি ছোট্ট একটি টুইটে জানিয়েছিলেন, ‘অ্যামজনের গাড়ির চালকরা প্লাস্টিকের বোতলে মূত্র বিসর্জন করে’।
পোকানের টুইটের নীচেই অ্যামাজনের অফিসিয়াল টু্ইটার থেকে উত্তর দেয়া হয়, ‘এটা যদি সত্যি হতো তাহলে আমাদের সাথে আর কেউ কাজ করতো না।‘ ব্যাস, অ্যামজনের এই উত্তরই বিতর্কের আগুনে ঘি ঢেলে দেয়। তারপর তাতে অংশ নেয় অ্যামাজনে কর্মরত সাবেক ও বর্তমান অনেক চালক। তারা যে সত্যিই কাজের চাপে বোতলে মূত্র ত্যাগে বাধ্য হন সে বিষয়ে তথ্য উপাত্ত হাজির করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম। আর তাতেই টনক নড়ে অ্যামাজনের।