সুনামগঞ্জে হেফাজতের বিক্ষোভ থেকে থানায় ইট-পাটকেল নিক্ষেপ

এনটিভি প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ০৮:৪৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলা শহরে দফায় দফায় বিক্ষোভ করেন তাঁর অনুসারীরা। এ সময় বিক্ষোভ মিছিল থেকে থানায় ইট-পাটকেল নিক্ষেপ ও বাজারে ভাঙচুর চালানো হয় জানিয়েছে পুলিশ। এ সময় সাত পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন বলে দাবি পুলিশের। এখন পর্যন্ত এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আটক হয়েছেন—এমন খবর সুনামগঞ্জের ছাতক পৌর শহরে প্রচার হলে রাত ৯টার দিকে খণ্ড খণ্ড মিছিল বের করেন তাঁর অনুসারীরা। পরে মিছিলগুলো একত্র হয়ে থানার সামনে যায়। একপর্যায়ে মিছিলে থাকা লোকজন থানায় ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় ইট-পাটকেলের আঘাতে সাত পুলিশ সদস্য আহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us