মিশর সরকার, রাজকীয় মামিদের সংরক্ষণ প্রক্রিয়া জোরদার করেছেI কভিড সঙ্কট ও বিবিধ নিষেধাজ্ঞার কারণে, মিশরের গৌরবময় পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেI সরকার 'ফুসতাত' নামক এলাকায় যে নুতন জাদুঘর নির্মাণ করেছেন, সেখানেই নিয়ে যাওয়া হয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার ১৮জন রাজা এবং ৪জন রানীর বিরল, প্রায় অক্ষত এসব মামিI
শনিবার বর্ণাঢ্য প্যারেড সহকারে এসব রাজকীয় মামি এসে পৌঁছান তাদের নুতন ঠিকানায়I ২১বার গান স্যালুট দিয়ে তাদেরকে স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট, আব্দেল ফাতাহ আল সিসিI