গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা পাঁচটি চুল্লি ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমীন এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। কাজী হাফিজুল আমীন জানান, কালিয়াকৈর উপজেলার কোটবাড়ী ও জাঙ্গালিয়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল। এতে পরিবেশের ক্ষতি হচ্ছিল।