প্রাতিষ্ঠানিক পড়াশোনা হয়নি। অথচ বয়স ৪ পেরুনোর আগে ধীরে ধীরে এমস ওয়ার্ড, ফটোশপ, ইলাসট্রেটর থেকে প্রোগ্রামিংয়ে দক্ষতা গড়ে ওঠে রুপকথার। ২০১২ সালে ক্ষুদে প্রোগ্রামার হিসেবে নাম ওঠে যায় রিপলিস বিলিভ ইট অর নট কমিক বুকে। পরের বছর তাকে বিশ্বের কনিষ্ঠ কম্পিউটার এক্সপার্টের স্বীকৃতি দেয় গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। এখন কাজ করছেন গেমিং নিয়ে।