করোনা পরিস্থিতির হঠাৎ অবনতি ঘটায় গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের বেখেয়ালি চলাফেরা আগামীতে আরও বিপর্যয় ডেকে আনবে। স্বাস্থ্যমন্ত্রী অবশ্য বলেননি তার মন্ত্রণালয় এবং অধিদফতর কতটা খেয়ালি ছিল এবং আছে।
খেয়ালের কিছু নমুনা দেওয়া যেতে পারে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ এক বছরেরেও বেশি সময় ধরে, কিন্তু কওমি মাদরাসা খোলা। এত কথা হলো, কিন্তু বইমেলার আয়োজন ঠিকই করা হলো। বিসিএস পরীক্ষা নেও্য়া হলো, প্রচুর পরীক্ষার্থী অংশ নিলেন। গণপরিবহন খোলা, মার্কেট খেলা, পর্যটন ও বিনোদন স্থানগুলোয় উপচে পড়া ভিড়। বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান ধুমধাম করে চলেছে। কোথাও কোনো ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না। স্বাস্থ্যবিধি কাকে বলে তার কোনো বালাই ছিল না। খুব খেয়াল করেই হয়তো করোনার মধ্যে মহা আয়োজনে পৌরসভা নির্বাচনও করা হলো।