আগাম গোয়েন্দা তথ্য না থাকা নিয়ে প্রশ্ন

প্রথম আলো প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ১৭:০৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে আগাম কোনো গোয়েন্দা তথ্য সরকারের কাছে ছিল কি না, সে প্রশ্ন উঠেছে। গত ২৬ মার্চ সকালে নরেন্দ্র মোদি ঢাকায় পা রাখার চার ঘণ্টার মধ্যেই বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ শুরু হয়। এর রেশ ছড়িয়ে পড়ে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাক্ষণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায়। পুরো পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেছেন, এ রকম কিছু ঘটতে পারে এমন কোনো আগাম গোয়েন্দা তথ্য ছিল না। পুলিশের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে। পরিস্থিতি নিয়ে তাদের নিবিড় কোনো অনুসন্ধান ছিল বলে মনে হয় না। সহিংসতার বিষয়ে অন্য সংগঠনের কাছ থেকেও আগাম তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তার দিক থেকে বিষয়টি উদ্বেগজনক।


এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, মনে হচ্ছে গোয়েন্দাদের কিছুটা ব্যর্থতা রয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তের পরই বলা যাবে ঠিক কী ঘটছে বা ব্যর্থতাটা কার?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us