প্রথম তিন মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলসে ছিলেন। চতুর্থ মৌসুমে সেই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) যোগ দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স, এরপর থেকে বিরাট কোহলির পাশাপাশি তিনিও ফ্র্যাঞ্চাইজিটার মূল অংশ হয়ে গেছেন।
২০১৩ সাল থেকে কোহলির অধিনায়কত্বেই খেলছেন। কিন্তু নিজের পছন্দের আইপিএল একাদশের কথা জানানোর সময় অধিনায়কত্বের আসনটাতে আর কোহলিকে রাখলেন না দক্ষিণ আফ্রিকান সাবেক ব্যাটসম্যান!