গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া থেকে বরইভিটা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এমন রাস্তায় দুর্ভোগ পোহাচ্ছেন প্রতিদিন হাজারো মানুষ। প্রায় ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, ২০২০ সালের মার্চে সংস্কার কাজ শুরু হলেও কাজ শেষ হয়নি এখনো। বাঁশবাড়িয়া ব্রিজের মোড় থেকে তারাইল বাজার বরইভিটা হয়ে কোটালীপাড়া আসার একমাত্র রাস্তাটির অবস্থা এখন বিপজ্জনক। বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। প্রায়ই এসব গর্তে ছোট-বড় যানবাহন উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা।