বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহের এই পর্বে রয়েছে - ১. সরকার ও হেফাজতের মধ্যে সাম্প্রতিক দন্দ্ব কি দু’পক্ষের মধ্যে সমঝোতা ও সহাবস্থানের চিত্র বদলে যাওয়ার ইঙ্গিত? ২. সরকার ও হেফাজতের মুখোমুখি অবস্থান রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? এপ্রসংগে কথা বলবো, দু’জন বিশ্লেষকের সঙ্গে, অনুষ্ঠানে যুক্ত আছেন লেখক-গবেষক মহিউদ্দিন আহমদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা রহমান; এবং ২. মহামারিতে বদলে যাওয়া পৃথিবী অটিজমে আক্রান্ত শিশু দীপের জন্য কতটা কঠিন?