পাতৌদির নবাব পরিবারের সুপারস্টারদের কথা সবাই জানেন, কিন্তু এদের অতীত, ঐতিহ্য ও ইতিহাসের উজ্জ্বল অধ্যায় সম্পর্কে খুব কমই জানেন সাধারণ মানুষ।
ভারতের মধ্য প্রদেশের ভোপাল থেকে পূর্ব পাঞ্জাব তথা বর্তমান হরিয়ানায় রাজত্ব করতেন পাতৌদির নবাব পরিবার। ১৮০৪ সালে মধ্য এশিয়ার আফগানিস্তানের কান্দাহার থেকে পশতুন জাতিগোষ্ঠীর সদস্য ফায়েজ তালেব খান পশ্চিম-উত্তর ভারতে এসে এই পরিবারের প্রতিষ্ঠাতা করেন।