সংস্কৃতির জেলা ব্রাহ্মণবাড়িয়ায় চালু নেই কোনো সিনেমা হল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ০৮:৩৮

সংস্কৃতির জেলা হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া। ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁ, সঙ্গীত তাপসী অন্নপূর্ণা, বিখ্যাত ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণসহ অসংখ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন এই জেলায়। এক সময় সাংস্কৃতিক চর্চায় মুখিয়ে থাকা এই জেলায় এখন আর চালু নেই কোনো সিনেমা হল। জেলার ৯টি উপজেলার সবগুলো সিনেমা হল বন্ধ রয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলায় ১৫টি সিনেমা হল ছিল। জেলা সদরে রূপশ্রী, চিত্রালয় ও রজনীগন্ধা নামের তিনটি, কসবার কুটিতে বসুন্ধরা ও অনুরাধা নামের দুটি, আখাউড়া পৌরসভা এলাকায় অনুরাগ ও মায়াবী নামের দুটি, আশুগঞ্জ বন্দরে মেঘনা ও বাজারে কোহিনূর নামের দুটি, নবীনগর পৌর এলাকায় নবীন ও মাজিকাড়া এলাকায় নূপুর নামের দুটি, বাঞ্ছারামপুরে সূর্যমুখী ও শিল্পী মিলন নামের দুটি, বিজয়নগরের চান্দুরায় তিতাস নামের একটি ও সরাইল বিডিআর ক্যাম্পের ভেতরে বিনোদন নামের একটি সিনেমা হল ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us