জাকাতের অর্থ আত্মসাতের মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল চেয়ে করা রিভিশন আবেদনের শুনানি আগামী দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
এ বিষয়ে আইনজীবীরা জানিয়েছেন, বিচারিক (নিম্ন) আদালতে আগামী ৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য রয়েছে। কিন্তু মামলাটি হাইকোর্টে বিচারাধীন। আদালত শুনানি মুলতবি করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট আইনজীবী বিচারিক আদালতকে অবহিত করবেন।