করোনাভাইরাস সংক্রান্ত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’ দেশে ঊর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে পাঁচ দফা সুপারিশ করেছে। এতে সামাজিক অনুষ্ঠান ও বইমেলা বন্ধ এবং হাসপাতালগুলোতে করোনা ইউনিটে শয্যা বাড়ানোর সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার (১ এপ্রিল) কমিটির সভায় সর্বসন্মতিক্রমে এ সুপারিশ প্রণয়ন ও সরকারকে এর কার্য়কর বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
বিকেলে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় নিম্নবর্ণিত সুপারিশসমূহ গৃহীত হয়।