করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫০ শতাংশ শ্রমিক দিয়ে উৎপাদন চালাতে সরকার যে নির্দেশনা দিয়েছে, সেটি কোনো শিল্পকারখানাই মানছে না। উল্টো রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প মালিকেরা সব শ্রমিক দিয়েই কারখানা চালানোর ঘোষণা দেওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
এদিকে প্রজ্ঞাপন জারির পর সরকারের নির্দেশনাটি বাস্তবায়ন করতে ওই দিনই শ্রম মন্ত্রণালয় তার অধীন শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে (ডিআইএফই) নির্দেশনা দিয়েছে। তবে ৫০ শতাংশ শ্রমিক দিয়ে উৎপাদন চালানোর বিষয়টি মানতে কাউকেই বাধ্য করছে না দপ্তর দুটি। উভয় দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের দাবি, কারখানাগুলো স্বাস্থ্যবিধি মানছে কি না, সেটি তাঁরা তদারক করে যাচ্ছেন।