‘বন্ধু’র ভিড়ে একা!

সমকাল ড. প্রতিভা রানী কর্মকার প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ১১:২১

আবহমান ভাষা, সংগীত, সাহিত্য ও অনুভূতির স্বপ্নিল ধারায় সংক্ষিপ্ত অথচ মধুর যে শব্দটি আমাদের হৃদয়ে দোলা দেয়, ভালো লাগার ভেলায় ভাসিয়ে নেয়, অন্ধকার পুরীর আঁধার রাজ্যে জ্বালায় রূপকথার আশ্চর্য প্রদীপ; সে শব্দটি হলো 'বন্ধু'। কারও কাছে বন্ধু প্রভাতের রাঙা আলো; কারও কাছে কষ্টের সময় পরম নির্ভরতা বা স্বস্তির ছায়া। আবহমান বাংলা সাহিত্যে বন্ধু শব্দটি শুধু মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের অনুভূতিতেই আবদ্ধ নয়, জীবন ও সাহিত্যেও বন্ধু শব্দটির রয়েছে বহুমাত্রিক রূপ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us